ক্লিনিকে দূষিত রক্ত রাখায় ২ লাখ টাকা জরিমানা
রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের গ্রিনভিউ ক্লিনিক থেকে দূষিত রক্ত জব্দ ও ধ্বংস এবং প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন ।
র্যাব-২ এর সহকারী পরিচালক (অপস) সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাবের একটি বিশেষ দল বেলা সাড়ে ১১টার দিকে গ্রিনভিউ ক্লিনিকে অভিযান চালায়। এসময় অননুমোদিত ব্লাড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রক্ত ধ্বংস করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রক্ত সংরক্ষণ করার জন্য প্রিজারভিশন রেফ্রিজারেটর ব্যবহার করা অত্যাবশ্যক যার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখা হয় অথচ প্রতিষ্ঠানটি ঘরের কাজে ব্যবহৃত সাধারণ ফ্রিজ ব্যবহার করে যা রক্ত সংরক্ষণ করার জন্য উপযোগী নয়।
এছাড়াও ব্লাড স্ক্যানিং ক্রস ম্যাচিং না করা এবং ব্লাড ব্যাগে সোর্স ও ডোনারের প্রয়োজনীয় তথ্য না থাকার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা স্বপন কুমার তফাদার উপস্থিত ছিলেন।
জেইউ/বিএ/আরআই