গোলাপগঞ্জে বিএনপি-জামায়াতের ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
৫ জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন চলাকালে ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধে নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগ উঠে। এসময় সিলেটের গোলাপগঞ্জের জামায়াত-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৯৫ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হয়েছে।
আদালতে দাখিল করা চার্জশিটে একাধিক জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
এদিকে বিএনপি-জামায়াতের টানা অবরোধ চলাকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিভিন্ন সময়ে চার মামলায় ২০ দলীয় জোটের প্রায় ৮৪ জন নেতাকর্মীদের আটক করে জেলে পাঠায়। ইতিমধ্যে অনেকেই জামিনে মুক্ত আছেন।
সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী মোক্তাদীর হোসেন, এসআই রফিকুল ইসলাম, এসআই মৃদুল কুমার ভৌমিক ও মো. শাহিন মিঞা পৃথকভাবে ৯৫ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলি আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, যারা এই নাশকতার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকেই আসামি করা হয়েছে। এতে কে শিক্ষক আর কে জনপ্রতিনিধি সেটা দেখা হয়নি। আমরা অপরাধীদেরকেই অভিযুক্ত করেছি।
প্রসঙ্গত, বিশেষ ক্ষমতা আইনে করা ওই চার মামলায় অজ্ঞাতসহ ১৯২ জন নেতাকর্মীদের আসামি করা হয়েছিলো। এর মধ্যে ৫ জানুয়ারি গোলাপগঞ্জ উপজেলা সদরে ২০ দলীয় জোটের নেতাকর্মীবৃন্দের বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিএনপি-জামায়াত নেতাকর্মীবৃন্দ যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই নুনু মিয়া বাদী হয়ে মডেল থানায় অজ্ঞাতসহ ১২৬ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নং- ৫, ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) মামলা দায়ের করেন। ওই মামলায় এজহারভুক্ত ৩৬ জন ও অজ্ঞাত ৯০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
১১ জানুয়ারি অবরোধ চলাকালে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী মোকাম জামে মসজিদের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের চালক ছালেহ আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাতসহ ২৯ জন জামায়াত-বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নং-৭, ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের (৩) ও ১৬ (২) মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৫ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।
২২ জানুয়ারি উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলাপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ঘটনায় বাসের চালক শিকিল দাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
সর্বশেষ ৭ ফেব্রুয়ারি অবরোধ চলাকালে সিলেট-জকিগঞ্জ সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করার অভিযোগে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শংকর চন্দ্রদেব বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহারে ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
ছামির মাহমুদ/এমজেড/আরআই