সুইডেনের রেডিও স্টেশনে বেজে উঠল আইএসের গান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ এএম, ১২ নভেম্বর ২০১৭

‘ফর দ্য সেক অব আল্লাহ’ শিরোনামে একটি গান রয়েছে যেটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘রিক্রুরমেন্ট’ সঙ্গীত হিসেবে পরিচিত। শুক্রবার সুইডেনের মালমোর ‘মিক্স মেগাপোল’ রেডিও স্টেশনে হঠাৎ বেজে উঠল গানটি।

কর্তৃপক্ষ বলছে, তারা সন্দেহ করছে তাদের রেডিও ফ্রিকোয়েন্সি হয়তো হাইজ্যাক করেছিল ইসলামিক স্টেট।

সুইডেনের জনপ্রিয় এই রেডিও স্টেশনটিতে যখন আইএসের গানটি বাজছিল তখন সকালের অনুষ্ঠানের উপস্থাপকের ধারণাই ছিল না যে তাদের স্টেশনে কী বেজে চলেছে।

বিষয়টি সুইডেনের জাতীয় টেলিকম এজেন্সী এবং পুলিশের কাছে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।