নওগাঁয় উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩০ জুন ২০১৫

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ফোরাম এবং জেলা পুলিশের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলার দিঘলীয় বিলে এ মাছ অবমুক্ত করা হয়।এ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মোজাম্মেল হক পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি একিউএম ওয়াহিদুল ইসলাম খান বাদশা, প্যানেল মেয়র আব্দুল ওয়াহাব, নওগাঁ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল হক, কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি ইলিয়াস তুহিন রেজা ও প্রচার সম্পাদক শাহ জালালি ছানা, দুবলহাটী ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আজম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি প্রায় ৫২ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।