ঢাকার ৩ অস্ত্র ব্যবসায়ী কুমিল্লায় আটক


প্রকাশিত: ০৮:০৫ এএম, ৩০ জুন ২০১৫

ঢাকার তিন অস্ত্র ব্যবসায়ীকে কুমিল্লার কোতোয়ালী থানাধীন এলাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাত ১০টার দিকে র‌্যাব-২ এর একটি দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন জিহান রেস্তোরার সামনে অস্ত্র কেনাবেচার সময় তাদের আটক করে।
 
এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মোঃ টুটুল(৩০), মোঃ জমির হোসেন দিপু (২৪) ও সবুজ দাস (১৯)।
 
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারি পরিচালক (অপস) সিনিয়র এএসপি মারুফ আহমেদ।
 
তিনি জানান, রাজধানীতে নাশকতার উদ্দেশ্যে কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন জিহান রেস্তোরার সামনে অস্ত্র বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ ওই তিনজনকে আটক করা হয়।
 
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন যাবৎ তারা কুমিল্লা ও ঢাকাসহ কয়েকটি  জেলার বিভিন্নস্থানে অস্ত্রের ব্যবসা করে আসছিলেন।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।