আগামী প্রজন্মের ১৭০০ ট্যাঙ্ক যুক্ত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ এএম, ১১ নভেম্বর ২০১৭

পারমানবিক শক্তিধর দুই প্রতিবেশী চীন এবং পাকিস্তানকে মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যপক উন্নয়ন করছে ভারত। এরই অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল (এফআরসিভি) নামে পরিচিত আগামী প্রজন্মের ট্যাঙ্ক।

সংবাদ মাধ্যমের খবর টি-৭২ ট্যাঙ্কের পরিবর্তে সেনাবাহিনীতে প্রায় ১৭০০টি নেক্সট জেনারেশন ট্যাঙ্ক অন্তর্ভূক্তের একটি প্রকল্প হাতে নিয়েছে ভারত। এ প্রকল্পের অধীনে এফআরসিভির পাশাপাশি লাইটার ট্যাঙ্কসহ মোট ২ হাজারের বেশি ভেহিকল নতুনভাবে সংযুক্ত করছে ভারত। এছাড়া ভারত এতদিন রাশিয়ায় নির্মিত অর্জুন ট্যাঙ্কের ওপর নির্ভর করলেও এখন সে অবস্থার পরিবর্তন ঘটবে।

জানা গেছে ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল শুধু দিনেই নয়, রাতেও শত্রুপক্ষকে মোকাবেলায় সক্ষম। এছাড়াও অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠাণ্ডাতে সমানভাবে কাজ করতে পারে এ ট্যাঙ্ক।

সূত্র : ইকনোমিক টাইমস

এমএমজেট/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।