বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার নতুন জার্সি উন্মোচন
বাংলাদেশ সফরের টি-২০ দলের জন্য সোমবার নতুন জার্সির উন্মোচন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ব্লু লেবেল টেলিকমের ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান অক্সিজেনের লোগো থাকবে জার্সিতে ডি ভিলিয়ার্স-মিলারদের নতুন এই জার্সিতে।
এ দিকে তিন ভাগে বিভক্ত হয়ে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা পা রাখবে দক্ষিণ আফ্রিকা টি২০ ক্রিকেট দল।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ, নিউ জিল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন এই জার্সি পরেই আগামী মৌসুমে মোট ১২টি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
৫ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে। ৭ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর স্টেডিয়ামে। এরপর ১৫ জুলাই চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামেই হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। ৪ আগস্ট ঢাকা ছাড়বেন সফরকারীরা।
এমআর/এমএস