ভারতীয় মুসলমানরা দেশপ্রেমিক : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতীয় মুসলমানরা দেশপ্রেমিক। তারা দেশের জন্য ক্ষতিকর কিছু করবে না।’ মার্কিন গণমাধ্যম সিএনএনকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, ‘ভারতের মুসলমানরা আল-কায়েদার পরামর্শ শুনবে না। বরং তারা দেশের জন্য বাঁচবে এবং দেশের জন্য মরবে। তারা দেশের জন্য ক্ষতিকর কিছু করবে না।’

তিনি বলেন, ‘যারা মনে করছেন ভারতের মুসলমানরা আল-কায়েদার সুরে নাচবে (তাদের কথা শুনবে), তারা বোকার স্বর্গে বাস করছেন।’

মোদির দেওয়া ওই সাক্ষাৎকারের মূল অংশ শুক্রবার প্রচার করে ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। রবিবার তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার প্রচার করা হবে।

‘ভারতীয় মুসলমানদের ওপর তাহলে কেন আল-কায়েদা সংশ্লিষ্টতার দায় আরোপ করা হয়’- এমন প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদি বলেন, ‘মনস্তাত্ত্বিক ও ধর্মীয় বিষয়ে বিশ্লেষণ করার কোনো অধিকার আমি রাখি না। এটি কোনো একক জাতি বা দেশের যুদ্ধ নয়। বরং এটি অমানবিকতার বিরুদ্ধে মানবিকতার যুদ্ধ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।