রুশ বিমানকে মার্কিন বিমানের বাধা


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দা-কুমড়া সম্পর্ক। দেশ দুটির মধ্যে বর্তমানে একরকম বিরাজ করছে স্নায়ুযুদ্ধও। তাই দেশ দুটি একে অপরের সামরিক ব্যবস্থার ওপর বিভিন্নভাবে নজরদারি চালায়।

বুধবার ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ঢুকে পড়ে রাশিয়ার ছয়টি জঙ্গি বিমান। এ সময় বিমানগুলোকে বাধা দিয়েছে মার্কিন ও কানাডীয় জঙ্গি বিমান। রুশ জঙ্গি বিমান কিসের জন্য আলাস্কায় ঢুকে পড়ে সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।  

শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।   রুশ জঙ্গি বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় (এডিআইজেড) প্রবেশ করলেও যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি।   বাধা পাওয়ার পর রুশ জঙ্গি বিমানগুলো কোনো প্রতিক্রিয়া ছাড়াই ওই এলাকা ছেড়ে চলে যায়। রুশ বিমানগুলোর মধ্যে দুটি মিগ ৩১ জঙ্গি বিমান ছিল।  

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। বছরে গড়ে ১০টি এমন ঘটনা ঘটে।   এডিআইজেড প্রধানত আন্তর্জাতিক আকাশসীমার একটি এলাকা, যা উপকূল থেকে প্রায় ২০০ মাইল পর্যন্ত হয়ে থাকে। ভূখণ্ড থেকে উপকূলের ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সার্বভৌম আকাশসীমার বিস্তৃতি।

বুধবার সন্ধ্যায় আলাস্কার বিমানঘাঁটি থেকে দুটি এফ-২২ জঙ্গি বিমান উড়ে গিয়ে রুশ বিমানগুলোকে বাধা দেয়। এর পরদিন বৃহস্পতিবার সকালে আর্কটিক এলাকায় কানাডীয় দুটি সিএফ-১৮ জঙ্গি বিমান ফের রুশ জঙ্গি বিমানকে বাধা দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।