বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে রেড কার্ড বিতরণ
হতদরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) সোমবার থেকে নগরীর ১০টি ওয়ার্ডে রেড কার্ড বিতরণ শুরু করেছে।
সোমবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্তনগর সভা কক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে আনুষ্ঠানিকভাবে রেড কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
রাসিক সূত্র জানায়, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট পি-১ এর আওতায় ১০টি ওয়ার্ডের ১০ হাজার ৬৪৬ জন হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার্স (রিক)।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, বিশেষ অতিথি ছিলেন সচিব সৈয়দা জেবিন নিছা সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক হোসেন রতন, রিকের প্রকল্প ব্যবস্থাপক কায়সার পারভেজ আশরাফী প্রমুখ।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই