মুক্তির আশ্বাসে অনশন ভাঙলো ফিলিস্তিনি বন্দী


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৯ জুন ২০১৫

ফিলিস্তিনি বন্দী খাদার আদনান ৫৬ দিনের অনশন রোববার ভেঙেছে। ইসরাইল তাকে মুক্তি দিতে সম্মত হওয়ায় তিনি এ অনশন ভাঙেন। তার আইনজীবী ও ফিলিস্তিন বন্দী সংঘ একথা জানায়।

নির্বাহী আটকাদেশের আওতায় আদনান (৩৭) এক বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দী রয়েছে। এই আটকাদেশের আওতায় কোনো ধরণের অভিযোগ গঠন ছাড়াই অনির্দিষ্টভাবে ছয়মাস কাউকে বন্দী রাখা যায়।

সরকারি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেন, এ অবস্থায় তিনি ‘যেকোনো মুহূর্তে’ মারা যেতে পারেন।

তার আইনজীবী জাওয়াদ বুলুস বলেন, খাদার আদনান গত রাতে তার অনশন ভেঙেছেন। আগামী ১২ জুলাই তাকে ছেড়ে দেয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি অনশন ভাঙেন।

ইসরাইলি হাসপাতালের চিকিৎসকরা তাকে খাওয়াতে শুরু করেছেন বলেও জানান জাওয়াদ বুলুস।

এক বিবৃতিতে ফিলিস্তিন বন্দী সংঘ আদনানের অনশন ভাঙার খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এক বছর আগে আদনানকে গ্রেফতার করা হয়। ইসরাইলের তিন যুবককে অপহরণ ও হত্যা করার পরপরই তাকে গ্রেফতার করা হয়। এছাড়া এ ঘটনার জের ধরে দখলকৃত পশ্চিম তীরে শতাধিক ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করা হয়।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।