ইয়েমেনে সৌদিজোটের বিমান হামলায় শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৮ নভেম্বর ২০১৭

ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। মানবাধিকার সংগঠন এবং স্থানীয় গণমাধ্যমগুলো দেশের উত্তরাঞ্চলে সৌদিজোট সিরিজ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

হুসেইন আল বুখাইতি নামের এক মানবাধিকার কর্মী জানিয়েছেন, মঙ্গলবার হাজ্জাজ প্রদেশের হিরান গ্রামে কমপক্ষে ১৬ দফা বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় একই পরিবারের ১০ সদস্যসহ ৩০ জন নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বিবৃতি দিয়ে বুখাইতি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকেই হামলা চালানো শুরু হয়। হুতি নেতা শেইখ হামদির বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় হামদি এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

ক্রমাগত হামলার কারণে নিহতদের স্বজনরা এবং উদ্ধারকর্মীরা মৃতদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করতে পারেননি। হুতি সমর্থিত টিভি চ্যানেলের আল মাসিরাহ জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এমন ১০ জন সদস্য এসব হামলায় নিহত হয়েছেন।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই ইয়েমেনে সংঘাতের সূত্রপাত হয়।

প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে নিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে আরবজোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে।

আরবজোটের বিমান হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া কয়েক লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মারাত্মক মানবিক সংকটে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।