বন্দুকযুদ্ধে সৌদি প্রিন্স নিহত?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৮ নভেম্বর ২০১৭

গ্রেফতার এড়াতে গিয়ে সৌদি আরবের এক প্রিন্স বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি সাবাহ।

এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ সোফান টুইটারে প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদের মৃত্যুর খবর জানালেও তিনি তার মৃত্যুর কারণ স্পষ্ট করেননি। আব্দুল আজিজের বয়স হয়েছিল ৪৪ বছর।

প্রিন্স আজিজ প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদের কনিষ্ঠ ছেলে।

বেশ কিছু গণমাধ্যমে খবর রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রিন্স আজিজের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের মাঝে পড়ে তিনি নিহত হন।

তবে প্রিন্স আজিজ হার্ট অ্যাটাকে মারা গেছেন বলেও কিছু সূত্র দাবি করেছে।

গেল রোববারেই প্রিন্স মনসুর বিন মকরুন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।

সৌদিতে বর্তমানে বড় রকমের দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এ অভিযানে এখনও পর্যন্ত ১১ সৌদি প্রিন্সের গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।

এনএফ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।