জাল ছিড়ে বলসহ উড়ে গেলেন গোলরক্ষক (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৯ জুন ২০১৫

২০০৩ সালে হলিউডে মুক্তি পায় হাল্ক। সুপারহিরোর এই ছবিটি এতই জনপ্রিয় হয় যে পরিচালক অ্যাংলী ছবিটির সিক্যুয়েলও তৈরি করেন। এই ছবির মূল চরিত্র হাল্ককে রাগালেই দানবীয় রূপে আবির্ভূত হন তিনি। ভেঙ্গেচুরে শেষ করে দেন সব কিছু।

এতো গেল সিনেমার কাহিনী। বাস্তবে যদি এমন হয় তাহলে কেমন হবে?  হ্যাঁ, বাস্তবে এমন কাণ্ডই করেছেন ব্রাজিলের ফুটবল তারকা হাল্ক। সম্প্রতি নিজ ক্লাবের প্র্যাকটিসে হাল্কের একটি শটে জাল ছিঁড়ে উড়ে গেছেন গোলরক্ষক।

কোন রূপকথার গল্পও নয়। ভিডিও দেখেও এই অবিশ্বাস্য শটকে বিশ্বাস করতে পারছেন না অনেকেই। মনে অজান্তেই বলছেন যা দেখছি তা সত্যি তো? জাল তো ছিড়লই, গোলরক্ষক প্রায় উড়ে গিয়ে পড়লেন। নির্বিকার হাল্ক হাত উচিয়ে ক্ষমা চেয়ে নিলেন। হাল্কের এই শটে গোলরক্ষকের কোনো ক্ষতি হয়নি বলেই জানিয়েছে তার ক্লাব।

তবে এই ব্রাজিলিয়ান তারকার নাম হাল্ক নয়, গিভানিলদো ভেইরা দ্যা সৌসা। চেহারা আর শক্তিতে প্রচণ্ড রকম বলীয়ান বলে বন্ধুরা তাকে হাল্ক নামে ডাকতেন। সেখান থেকেই তার নাম হয় হাল্ক।



আরটি/এআরএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।