৫০ তুর্কি বন্দিকে মুক্তি দিল আইএস


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে চলতি বছরের জুনে অপহৃত ৫০ তুর্কি নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ওইসব বন্দিদের মধ্যে দেশটির কূটনীতিক, সেনা সদস্য ও শিশুও ছিল। মসুলে অবস্থিত তুরস্কের কনস্যুলেট জেনারেল থেকে তাদের অপহরণ করা হয়।

দাভুতোগলু শনিবার জানান, তাদের তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সানলিউরফাতে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে সিরিয়ায় বিমান হামলা চালাতে চাইলে অপহৃত তুর্কি নাগরিকদের ভাগ্যের অনিশ্চয়তার আশঙ্কায় তুরস্ক এ ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র : আল জাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।