ফল প্রকাশে বিলম্ব : দোষ স্বীকার করলেন শিক্ষা সচিব


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৯ জুন ২০১৫

একাদশে শ্রেণিতে ভর্তির ফল প্রকাশে বিঘ্ন ও বিলম্ব ঘটনায় দোষ স্বীকার করেছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডিজিটাল পদ্ধতিতে গত ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে একাদশ শেণিতে ভর্তির ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। তিন দফা পিছিয়ে রোববার দিবাগত রাতে তা প্রকাশ করা হয়। ফলে দীর্ঘ বিড়ম্বনা ও অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

এছাড়া বিষয়টি নিয়ে রোববার দুপুরে শিক্ষাসচিব সাংবাদিকদের বলেছিলেন, আমার নিজের কারণেই জটিলতা। আমি নিজে অনলাইনে ভর্তিতে পুশ করেছি। আমার বিরুদ্ধেই লিখেন।

জানা গেছে, জটিলতা নিরসনে এবার এসএমএসের পাশাপাশি অনলাইনে ভর্তি বাধ্যতামূলক করা হয়। তবে মোট শিক্ষার্থী ১১ লাখ ৫৬ হাজার হলেও আবেদন জমা পড়েছে ৩৩ লাখ। কারণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ড জানান, একজন শিক্ষার্থী একাধিক আবেদন করেছেন।

ফলে গত ২৫ জুন রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও আবেদনকারীর সংখ্যাধিক্য এবং কারিগরি জটিলতায় ফল প্রকাশে বিলম্ব হয়। বাধ্য হয়ে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদকে তলব করেন শিক্ষাসচিব। ড. কায়কোবাদের নেতৃত্বে প্রযুক্তিবিদরা রাতদিন ফল প্রকাশের কাজ করেন।

উল্লেখ্য, কারিগরি ত্রুটি কাটিয়ে রোববার দিবাগত রাতে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। প্রথম দফায় ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাচ্ছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।