কোপার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ চিলির মুখোমুখি পেরু


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৯ জুন ২০১৫

প্রশান্তপাড়ের চির প্রতিদ্বন্দ্বি চিলি ও পেরু কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আজ (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায়)।

১৯৭৩ সালে চিলির কাছে হেরে পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি পেরু। এর চার বছর পর চিলির বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে দিয়ে পাল্টা প্রতিশোধ নেয় পেরু। দুই দলের মুখোমুখি লড়াই সবসময়ই তাই ঐতিহাসিক আর প্রতিশোধের।

মঙ্গলবারের সেমি ফাইনালে পেরুর চেয়ে অবশ্য চিলি এগিয়ে। এবারের কোপার আয়োজকও তারা। ৯৯ বছর ধরে কোপার শিরোপা-খরায় ভোগা চিলির এটিই সম্ভবত সেরা সুযোগ।  

উল্টোদিকে পেরুও জানান দিয়েছে ভালো সম্ভাবনার। কোয়ার্টারে গিরেরোর হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে অনায়াস জয় ছিল ৩-১ ব্যবধানের। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের রুখে দেওয়ার মতো আত্মবিশ্বাসও তাই ভালোই মজুদ পেরু শিবিরে।  

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।