আইএস-এর বর্ষপূর্তি : ইউরোপজুড়ে হামলার আশঙ্কা


প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৮ জুন ২০১৫

ইসলামিক স্টেটের ‘খেলাফত’-এর প্রথম বর্ষপূর্তির আগে সন্ত্রাসী হামলার আশঙ্কায় আছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো। ব্রিটেনভিত্তিক ‘সানডে এক্সপ্রেস’ পত্রিকার একটি প্রতিবেদনে রোববার এই আতঙ্ক এবং তা নিয়ে সতর্কতার কথা বলা হয়।

সোমবার সিরিয়া এবং ইরাকে আইএস-এর ‘খেলাফত’ কায়েমের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এই বিশেষ ক্ষণটিকে স্মরণীয় করতেই ইউরোপে সন্ত্রাসী হামলা করা হতে পারে বলে সন্দেহ করছে বিভিন্ন মহল। তবে কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আশঙ্কা কী না, তা স্পষ্ট করা হয়নি সানডে এক্সপ্রেসের প্রতিবেদনে।

এরইমধ্যে রোববার ব্রিটেনের পশ্চিমাঞ্চলে সামরিক দিবস উপলক্ষে একটি প্যারেড থেকে সন্ত্রাসী হামলার হুমকির কারণে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। আগামী কয়েকদিন, এমনকি রমজানের শেষ পর্যন্ত এই আশঙ্কা জারি থাকবে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।