ওড়ার দুই মিনিটেই ভেঙে পড়ল নাসার রকেট (ভিডিও)


প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৮ জুন ২০১৫

ওড়ার মাত্র দু’মিনিটের মধ্যেই ভেঙে পড়ল নাসার মানুষবিহীন স্পেস এক্সপ্লোরেশন রকেট। রোববার ফ্লোরিডার কেপ কার্নিভাল এয়ার ফোর্স স্টেশন থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা দিচ্ছিল রকেটটি। কিন্তু ওড়ার মাত্র দু`মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে ২০৮ ফুটের রকেটটিতে।

সংবাদসংস্থা রয়টার্স জানায়, যে সংস্থাটি ২০১০ সালে রকেটটি তৈরি করেছিল, তার নাম এখনও জানা যায়নি। রকেটটি মূলত স্পেস স্টেশনে মাল বহনের জন্য ব্যবহার করা হত।

তবে, কেন রকেটটিতে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। রকেটে প্রায় চার মাসের জন্য খাদ্য ও জ্বালানি মজুত ছিল।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।