তেলের সঙ্গে কোকেন আমদানির ঘটনায় মামলা


প্রকাশিত: ০২:২০ পিএম, ২৮ জুন ২০১৫

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের সঙ্গে তরল কোকেন আমদানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ওই তেলের আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান ও এক কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রামের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা গোলাম মোস্তফাকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় আটক করেছে। তিনি কারাগারে আছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আসামির কথাও উল্লেখ করা হয়েছে মামলায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে পরবর্তীতে মামলার আসামি করা হবে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ও শুল্ক গোয়েন্দা গত ৬ জুন চট্টগ্রাম বন্দরে সন্দেহজনকভাবে একটি কনটেইনারটি আটক করে।

পরে কনটেইনারটিকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেফর করে পুলিশ।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।