গুজরাটে বন্যায় ১০ সিংহের মৃত্যু, নিখোঁজ ৩৫


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৮ জুন ২০১৫

গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১০টি এশিয়াটিক লায়ন মারা গেছে। আরো ৩৫টি নিখোঁজ রয়েছে। আমরেলি জেলায় পাঁচটি সিংহের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যেখানে গত তিন দিনে ৮১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভাবনগর জেলা থেকে আরো দুটি সিংহের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সহকারি বনরক্ষক সিবি ধনধিয়া জানান, অন্তত ৩৫টি সিংহ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। বন নিরাপত্তারক্ষীর ১৫টি দল মৃত পশুর মৃতদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছে।

এ পর্যন্ত ১৫০টি নীলগাই, চারটি চিত্রা হরিণ, একটি বন্য শূকর ও একটি শজারুর লাশ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে সৌরাষ্ট্র অঞ্চল থেকে এক হাজারেরও বেশি পশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য মে মাসের জরিপে দেখা গেছে গুজরাট এলাকায় ২০১০ সালের পর থেকে এশিয়াটিক লায়নের সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে। এ সংখ্যা ৪১১ থেকে বেড়ে হয়েছে ৫২৩টি।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।