পরীক্ষায় নকল করলে ৭ বছরের দণ্ড!


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৮ জুন ২০১৫

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় নকল করলে শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান চালু করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। অপরাধ প্রমাণিত হলে তিন থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকছে আইনে। রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল বা একজনের পরিবর্তে আরেকজন (প্রক্সি) পরীক্ষা দিলে অপরাধীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে ওই নতুন আইনের খসড়া বিবেচনা করছে চীনা পার্লামেন্টের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি।

খসড়া আইনে অপরাধের মাত্রা অনুযায়ী আসামির সর্বনিম্ন তিন এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া আছে ফৌজদারি আটকাদেশ অথবা জরিমানার বিধান।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।