উজবেকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ
এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে একেবারেই নিষ্প্রাণ ছিল লাল-সবুজ শিবিরের ফুটবলাররা। বৃহস্পতিবার ৩-০ গোলে হেরেছে মামুনুল বাহিনী। তারপরও দ্বিতীয় পর্বে খেলার সুযোগ রয়েছে লাল-সবুজ শিবিরের। শেষ ষোলতে খেলতে হলে হংকংকে হারাতে হবে বাংলাদেশের। ২২ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে মামুনুল বাহিনী।
ইনচনের আনসানওয়া স্টেডিয়ামে ম্যাচে চোখে পড়ার মতো আক্রমণ ছিল দুটি। ম্যাচের ৫ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন তকলিস আহমেদ। কিন্তু দীর্ঘদেহী উজেবেকিস্তানের এক ডিফেন্ডারের সঙ্গে পেরে ওঠেননি। পোস্টে শট নিতে পারেননি তিনি। ৪০ মিনিটে সোহেল রানার কাছ থেকে টপ অব দ্য বক্সে বল পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট। পোস্টে শটও নিয়েছেন তিনি। কিন্তু তার শট রুখে দিয়েছেন উজবেকিস্তানের গোলরক্ষক সুয়ানভ।