১১ মিনিট উধাও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৩ নভেম্বর ২০১৭

হঠাৎ করেই উধাও হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। বৃহস্পতিবার হঠাৎ করেই উধাও হওয়ার ১১ মিনিট পর অবশ্যই সেই অ্যাকাউন্ট উদ্ধারও হয়েছে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্পের @রিয়েলডোনাল্ডট্রাম্প নামের অ্যাকাউন্টটি এক কর্মচারীর কারণে হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে যায়। সেদিনই ওই কর্মচারীর কাজের শেষ দিন ছিল।

প্রায় ১১ মিনিট ধরে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের কোনো হদিস পাওয়া যায়নি। টুইটারের তরফ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে তদন্ত করছে।

টুইটারে ট্রাম্পের ফলোয়ার প্রায় ৫ কোটি। তবে হঠাৎ করেই নিজের অ্যাকাউন্ট এমন উধাও হয়ে যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্পের অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে বেশ কয়েকবারই একটি বার্তা আসে যে, দুঃখিত, পৃষ্ঠাটি সক্রিয় নয়।

Trump

অ্যাকাউন্ট পুণরুদ্ধার হওয়ার পরেই ওই অ্যাকাউন্ট থেকে প্রথম টুইটটি করা হয় রিপাবলিকান দলের কর বিষয়ে পরিকল্পনা নিয়ে।

তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে @পোটাস নামে ট্রাম্পের যে অ্যাকাউন্ট রয়ে তাতে কোনো প্রভাব পড়েনি। সেটা স্বাভাবিকই আছে। টুইটারের তরফ থেকে বলা হয়েছে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য কাজ করে যাচ্ছেন তারা। এক টুইট বার্তায় জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি এক কর্মচারী তার শেষদিনের কাজেই এমন কাজ করেছেন।

২০০৯ সালে টুইটার অ্যাকাউন্ট খোলেন ট্রাম্প। তার পর থেকেই সামাজিক এই মাধ্যমে তাকে বেশ সক্রিয় দেখা গেছে। টুইটারে নিজের মতামত তুলে ধরা এবং অন্যের সমালোচনা করায় ট্রাম্পের জুড়ি নেই। এজন্য তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।