ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাও
গ্যাস সংকটের প্রতিবাদে ফেনীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাও করেছে গ্রাহকরা। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় বাখরাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও শেষে বিক্ষোভ করে গ্রাহকরা। পরে তারা আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে স্বারকলিপি প্রধান করে।
স্মারকলিপিতে গ্রাহকরা বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে গ্যাস সরবরাহ রমজানে আরো তীব্র আকার ধারণ করেছে। স্বাভাবিক সময়ে সকালে গ্যাস চলে গিয়ে বিকেলে আসত। কিন্তু রমজানে সকাল ৮টায় চলে গিয়ে গ্যাস আসে রাত ৮টায়। এতে করে ইফতার ও সেহরি করতে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপক মো. আব্দুল কাদের জানান, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় এ সমস্যা হচ্ছে। তিনি জানান, দ্রুত এ সমস্যার সমাধান হবে।
জহিরুল হক মিলু/এসএস/পিআর