লাদেনের গোপন নথি প্রকাশ করেছে সিআইএ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০২ নভেম্বর ২০১৭

আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে অভিযান চালিয়ে হত্যার সময় ২০১১ সালে জব্দ করা চার লাখ ৭০ হাজারের কাছাকাছি নথি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

বুধবার প্রকাশিত নথিগুলোর মধ্যে বিন লাদেনের ব্যক্তিগত ডায়েরি, কাগজপত্র, অডিও এবং ভিডিও রয়েছে। বিন লাদেনের ছেলে হামযার বিয়ের ভিডিও রয়েছে সেখানে।

পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা নথি এর আগেও তিনবার প্রকাশ করেছে সংস্থাটি। এবারে চতুর্থবারের মতো বিপুল সংখ্যক নথি প্রকাশ করা হলো।

মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকির আশঙ্কায় এখনও কিছু নথি গোপন রাখা হয়েছে।

সিআইএর পরিচালক মাইক পম্পিউ এক বিবৃতিতে জানান, নথি অনুযায়ী আল কায়েদা ও তার মিত্রদের সঙ্গে ইসলামিক স্টেট (অাইএস) এর কৌশলগত, মতবাদ ও ধর্মীয় মতবিরোধ রয়েছে।

অ্যাবোটাবাদে অভিযানের সময় জব্দ করা কম্পিউটারে অন্যান্য নথির সঙ্গে হলিউডের চলচ্চিত্র, কার্টুন এবং বিন লাদেনের ওপর তিনটি প্রামাণ্যচিত্র পাওয়া যায়। এছাড়া হামযার বিয়ের ভিডিওতে তাকে একেবারে তরুণ অবস্থায় দেখা যায়।

বর্তমানে হামযার বয়স ২০ বছর হয়েছে। তবে তিনি ঠিক কোথায় রয়েছেন তা এখনও অজানা। অনেক নথিতে উঠে এসেছে হামযাকে আল কায়েদা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি করছিলেন ওসামা বিন লাদেন।

সূত্র : বিবিসি

কেএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।