শ্রীলঙ্কার সংসদ বিলুপ্ত ঘোষণা


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৮ জুন ২০১৫

ক্ষমতাকে আরও দৃঢ় ও রাজনৈতিক সংস্কারের উদ্দেশে শ্রীলঙ্কার সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আগাম জাতীয় নির্বাচনের জন্য শুক্রবার তিনি এ ঘোষণা দেন।

এর আগে,  জানুয়ারিতে ক্ষমতাসীন মাহিন্দা রাজাপক্ষকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সিরিসেনা। ওই সময় তিনি রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতাসহ বেশ কিছু রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। আর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে সংসদ নির্বাচনে নিজের দলের সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করা আবশ্যক।

সরকারের মুখপাত্র রাজিথা সিনারত্মে বলেন, সংসদ ভেঙ্গে দেয়ার বিষয়ে রাষ্ট্রপতি একটি গেজেটে স্বাক্ষর করেছেন, যা রোববার মধ্য রাত থেকে কার্যকর হবে।

শ্রীলঙ্কার আইন অনুযায়ী সংসদ বিলুপ্তির ৫২ থেকে ৬৬ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। দুই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৭ অগাস্ট সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ধারণা করা হচ্ছে নির্বাচনে পরাজিত সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষে অংশ নিবেন। তিনি শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী হতে চান বলে এর আগে জানিয়েছিলেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।