নড়াইলে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ আটক ৩৫


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৮ জুন ২০১৫

নড়াইলে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক জামায়াত-শিবিরের কর্মীরা হলেন, জামায়াত কর্মী মনিরুজ্জামান (৫৪), শিবির কর্মী চঞ্চল মোল্যা (২৪), আবু তালেব মোল্যা (২৪) ও কল্লোল খন্দকার (৪৫) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে।

পুলিশ কন্ট্রোল সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ। সদর থানা পুলিশ ৩ জামায়াত-শিবির কর্মীসহ ১০ জন, লোহাগড়া থানা পুলিশ ১৩ জন, কালিয়া থানা পুলিশ ৪ ও নড়াগাতি থানা পুলিশ এক জামায়াত কর্মীসহ ৮ জনকে আটক করেছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জেলায় নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।