কুয়েত তিউনিসিয়া ও ফ্রান্সে নিরাপত্তা জোরদার
কুয়েত তিউনেশিয়া ও ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশি তিনটির কর্তৃপক্ষ। কুয়েতের শিয়া মসজিদ, তিউনিসিয়ার দুটি পর্যটন হোটেল ও ফ্রান্সের লিও শহরে সন্ত্রাসী হামলার পর এ নিরাপত্তা জোরদার করা হয়। খবর এএফপি।
এদিকে, সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত ৮০ টি মসজিদ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়ার সরকার। তিউনিশিয়ায় হামলায় নিহতদের মধ্যে ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও আয়ারল্যান্ডের নাগরিক আছেন। কুয়েতের শিয়া মসজিদে হামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে কয়েকজনকে।
ফ্রান্সের লিও শহরে মার্কিন গ্যাস কারখানায় হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিনজনকে। তবে তিন মহাদেশের এই তিন হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না-তা এখনও নিশ্চিত নয় মার্কিন পররাষ্ট্র দফতর।
এএইচ/এমএস