রাজস্থানে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ এএম, ০১ নভেম্বর ২০১৭

ভারতের রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরে ট্রান্সফর্মার বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার শাহপুরা শহরের কাছে খাটুলাই গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া ডটকম।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী পুষ্পেন্দ্র সিং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা কী করে ঘটল তা কমিটি গঠন করে তদন্ত করা হবে। সাধারণত এ ধরনের ঘটনা হওয়ার কথা নয়।’ নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।

জয়পুরের এসপি রামেশ্বর সিং জানান, ঘটনাস্থলেই একজন অপ্রাপ্তবয়স্কসহ ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ৯ জন মারা যান। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিস সূত্র জানিয়েছে, বিয়ের শোভাযাত্রা যাওয়ার সময় রাস্তায় থাকা ট্রান্সফর্মারটি হঠাৎ বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফর্মার বিস্ফোরণ হওয়ার পর সেখান থেকে তেল ছিটকে এসে নারী ও শিশুদের পোশাকে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সারফকে নিয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। আহতদের চিকিৎসার ভার সরকার বহন করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বসুন্ধরা রাজে এক টুইট বার্তায় বলেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

টিটিএন/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।