নিউইয়র্কে বাইক চলাচলের রাস্তায় ট্রাকের তাণ্ডব, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহ্যাটনে বাইক (সাইকেল) চলাচলের রাস্তায় একটি পিকআপের তাণ্ডবে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকচালককেও গুলি করেছে পুলিশ। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে ম্যানহ্যাটনের পশ্চিমপাশের মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, লোয়ার ম্যানহ্যাটনের পশ্চিমপাশের মহাসড়ক থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সাধারণ জনগণকে ওই এলাকা পরিহার করে চলাচল করতে বলেছে।

সিবিএস নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানায়, ‘সেখানে বিশাল দুর্ঘটনা ঘটে এবং কেউ একজন গুলিবর্ষণ শুরু করে।’

এবিসি চ্যানেল ৭’কে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি সাদা ট্রাক দ্রুতগতিতে বাইক চলাচলের রাস্তায় উঠে যায় এবং এতে বেশ কয়েকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকটি বাইক দুমড়ে-মুচড়ে যায়।’

তিনি বর্ণনা করেন দেহগুলো পাশের স্টাইভেসান্টা স্কুলের সামনে পড়ে ছিল। স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, তারা ট্রাক থেকে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছে। ট্রাকটি একটি স্কুলবাসের সঙ্গে সংঘর্ষও বাঁধায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।