কুমিল্লায় গার্মেন্টেস সামগ্রীসহ কাভার্ডভ্যান উদ্ধার


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৭ জুন ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মূল্যবান গার্মেন্টেস সামগ্রীসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে বিজিবি। শনিবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাকরা এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের সংযোগ সড়ক শ্রীপুর-খিরনশাল রোডের ডাকরা এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায়। এ সময় চৌধুরী এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান ( চট্ট মেট্রো-ট-১১-৪৯৮১) মালামালসহ উদ্ধার করে বিজিবি।

বিজিবির চৌদ্দগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে  প্রভাবশালী একটি চক্র চালক ও হেলপারের সহযোগিতায় গার্মেন্টেস সামগ্রী লুট করে আসছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।