উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০ নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ফলে পার্শ্ববর্তী একটি সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত দুই শতাধিক মানুষ নিহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার জাপানের একটি গণমাধ্যমের খবরে এ ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জাপানভিত্তিক টেলিভিশন চ্যানেল আশাহি জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার কয়েকদিনের মাথায় পিয়ংগি-রি সুড়ঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক অবস্থায় একশ জন আটকা পড়লেও উদ্ধার অভিযানের সময় আরও শতাধিক কর্মী দুর্ঘটনার কবলে পড়েছে। এতে করে দুই শতাধিক মানুষ দুর্ঘটনায় নিহতের আশঙ্কা প্রকাশ করেছে জাপানের সম্প্রচার মাধ্যম।

টেলিভিশনটির সংবাদে দাবি করা হয়, পারমাণবিক পরীক্ষার জেরেই দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের পরীক্ষার জেরে পাহাড়ধস এবং উত্তর কোরিয়া সীমান্ত পরিমণ্ডলে পারমাণবিক বোমার উপাদানের বিকীরণ ঘটার আশঙ্কা রয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে ছয় দশমিক তিন মাত্রা এবং চার দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে বলেও জানানো হয়।

সূত্র : ইয়াহু নিউজ

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।