করাচিতে বন্দুকধারীর গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

পাকিস্তানের করাচিতে বন্দুকধারীদের গুলিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার করাচির গুলশান-ই-ইকবাল শহরের বায়তুল মোকাররম মসজিদের নিকটে এ ঘটনা ঘটে। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির ডিন ড. মোহাম্মদ শাকিল আওজ নিহত হয়েছেন।

জানা যায়, ড. মোহাম্মদ শাকিল আওজ নিজের এক সহকর্মী প্রফেসর তাহির মাকসুদকে সঙ্গে নিয়ে ইরানি দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তার গাড়িতে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তার গলায় ও বুকে তিনটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিক সিন্ধু প্রদেশের গভর্নর ড. ইশরাতুল ইবাদ হত্যাকাণ্ডের একটি প্রতিবেদন দেওয়ার জন্য করাচির পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন। - দ্য ডন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।