জয়পুরহাটে আওয়ামী লীগে যোগদানের হিড়িক


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৭ জুন ২০১৫

জয়পুরহাটে বিএনপি-জামায়াত ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে দলছুট হয়ে আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছে। বিগত ৫ মাসে জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন নেতার হাতে ফুল দিয়ে অন্তত ৩ হাজার নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এ জেলাটি বিএনপি-জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। জেলার বিভিন্ন আসনে বারবার বিএনপি থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। দু`একটি ছাড়া বেশিরভাগ উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত থেকে। কিন্ত হামলা ও মামলা থেকে রক্ষা পেতে এবং জেলা বিএনপি নেতৃত্বশূন্য হওয়ায় বিএনপি ও জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছে।

যদিও বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা বলছেন জ্বালাও-পোড়াও রাজনীতি থেকে বেরিয়ে আসতে তাদের এ যোগদান। শহর শ্রমিক দলের আহ্বায়ক গোলাম মোর্তুজা শিপলু, আমদই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন ও জেলা ছাত্রদলের সদস্য জাকির ও রাজীবের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী ১৩ জুন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির বাসভবনে গিয়ে যোগদান করেন।

৭ জুন জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কে বিএনপি-জামায়াত ও এর সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক ও সমর্থক আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফিরোজ তালুকদার, আওলাই ইউনিয়ন বিএনপির সদস্য ও জনপ্রতিনিধি রকিব উদ্দিন, শ্রমিক দল নেতা এসএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠন শ্রমিকদল-ছাত্রদলের তিনশত এবং পাঁচবিবি উপজেলা জামায়াতের রোকন আবদুস সালাম ও সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সহ-সভাপতির নেতৃত্বে ২১৫ জন জামায়াত সদস্য যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি,পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সদরের জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল কুদ্দুসের নেতৃত্বে ওই ওয়ার্ডের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ শতাধিক স্থানীয় নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়া গত ৫ মাসে আক্কেলপুর উপজেলা যুবদল সভাপতি কাউন্সিলর মামুনুর রশিদ, বিএনপি নেতা পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, নাসিমা আক্তারসহ প্রায় ২ হাজার নেতা-কর্মী বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদান করেছেন।

যোগদানকৃত নেতা-কর্মীদের মধ্যে শহর শ্রমিক দলের আহ্বায়ক গোলাম মোর্তুজা শিপলু জাগো নিউজকে জানান, জ্বালাও-পোড়াও রাজনীতিতে শত-শত মানুষের প্রাণ যাওয়ায় তারা বিএনপির ওপর ক্ষুদ্ধ ও আস্থা হারিয়ে ফেলেছেন। তাই আওয়ামী লীগে যোগদান করেছেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী জানান, এ পর্যন্ত বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩ হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। জামায়াত থেকে শুধু পাঁচবিবি উপজেলার কিছু নেতা-কর্মী যোগদান করেছেন।    

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি বলেন, বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নিতেই তারা আওয়ামী লীগে যোগদান করছেন। এক্ষেত্রে দলীয় সিদ্ধান্তে তাদের দলে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।     

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।