দুর্যোগ মোকাবেলায় ইউল্যাবে ইমারজেন্সি এ্যাকশন টিম


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

অনাকাংক্ষিত দুর্যোগ মোকাবেলার জন্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ইমারজেন্সি অ্যাকশন টিম গঠন করেছে। এ উপলক্ষে গ্র্যাসহোপার্স গ্রুপের তত্ত্বাবধানে ১৪-১৮ই সেপ্টেম্বর  ইউল্যাবের ৬০ জন কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবেই ইউল্যাবের  কর্মকর্তা, কর্মচারীগণ এই প্রশিক্ষনে অংশগ্রহন করেন।  

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ইউল্যাব দুর্যোগ মোকাবেলায় এই ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। ইমারজেন্সি এ্যাকশন টিম গঠনের মাধ্যমে ইউল্যাব এখন যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত।

ইমারজেন্সি অ্যাকশন টিমে ৬০ জন কর্মকর্তা , কর্মচারী রয়েছেন, যাদেরকে “ফায়ার ফাইটিং টিম, রেসকিউ টিম এবং ফার্স্ট এইড ও সাপোর্ট টিম” এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ইউল্যাবের রেজিস্ট্রার লেঃ কর্নেল মোঃ ফয়জুল ইসলাম এর তত্ত্বাবধানে এই তিনটি দল পরিচালিত হচ্ছে।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সিনিয়র উপদেষ্টা প্রফেসর ব্রায়ান সোস্মিথ প্রশিক্ষণ অনুষ্ঠানে ইমারজেন্সি অ্যাকশন টিম এর গঠনের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা তুলে ধরে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।