খুলনায় ডিবিবিএল বুথে দস্যুতার চেষ্টায় আটক ৩


প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৬ জুন ২০১৫

খুলনায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে দস্যুতার চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, আল আমিন (৩০), মোহন মণ্ডল (৩৫) এবং আব্দুস সবুর (৪৫)।

শুক্রবার বেলা ১১টায় খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র রয়েল মোড়ের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করতে গেলে সিকিউরিটি গার্ডের বুদ্ধিমত্তায় ধরা পড়েন তারা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ওয়াশিম জাগো নিউজকে জানান, গ্রুপ ফোরের (জি-৪ এস) পরিচয় দিয়ে ওই ৩ জন কাজ করার কথা বলে এটিএম বুথে প্রবেশ করেন। এরপর সিকিউরিটি গার্ড রবিউল ইসলামকে শার্টার টানতে বলেন। রবিউলের সন্দেহ হওয়ায় তিনি তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান। তারা পরিচয়পত্র না দেখিয়ে রবিউলকে মারধর করেন এবং শাটার টেনে দেন। এক পর্যায়ে রবিউলের চেচামেচি টের পেয়ে আশপাশের লোকজন এসে তাদেরকে হাতে-নাতে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুথের সিকিউরিটি গার্ড (এলিট ফোর্সের) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, তারা ৩ জন বুথে প্রবেশের পর আমার সন্দেহ হয়। আমি তাদের কাছে পরিচয়পত্র চাইলে তারা বলেন, আমাদের চিনিস না? তোর চাকরি করার অধিকার নেই বলে শাটার টেনে আমাকে মারধর করেন।

এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, আটকরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের হয়েছে।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।