পারমাণবিক উ. কোরিয়াকে মেনে নেবে না যুক্তরাষ্ট্র : ম্যাট্টিস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৮ অক্টোবর ২০১৭

 

পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়াকে মেনে নেয়া তো দূরের কথা, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ভাবতেও পারে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস। উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে তিনি আরও জানান, ‘দেশটির শক্তিশালী পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল ক্ষতিই করবে নিরাপত্তা বাড়াবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্কট কূটনৈতিক উপায়ে সমাধানের জন্য সপ্তাহব্যাপী এশিয়া সফরে বেরিয়েছেন তিনি। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিনি এ ধরনের কথা বলেন। এর আগে গত শুক্রবারও উত্তর কোরিয়ার উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শনকালে এ ধরনের কথা বলেছেন তিনি।

বর্তমানে পিয়ংইয়ংকে সতর্ক করে দিয়ে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মিত্র বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মিল নেই। সে কারণে তাদের ক্ষমতাধর সামরিক বাহিনীর সঙ্গে কূটনৈতিক উপায়ে সমঝোতা করাটাই বেশি কার্যকর হবে।’

তিনি আরও জানান, ‘কোনো ভুল করবেন না। যুক্তরাষ্ট্র কিংবা আমাদের মিত্রদের যে কোনো ধরনের হামলা চালানো হলে, তা প্রতিরোধ করা হবে। উত্তর কোরিয়া কোনো ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের মাধ্যমে কার্যকরী ও অপ্রতিরোধ্যভাবে জবাব দেয়া হবে।’

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাগবিতণ্ডা শুরু হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, কূটনৈতিকভাবেই সঙ্কট সমাধান করার চেষ্টা করা হবে। প্রথম বোমা ফেলার আগ মুহূর্ত পর্যন্ত আলোচনার পথ খোলা থাকবে। তারপরেই সপ্তাহব্যাপী এশিয়া সফরে বের হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস।

সূত্র : রয়টার্স

কেএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।