নব্য ধনকুবেরদের তিন-চতুর্থাংশই ভারত-চীনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৭ অক্টোবর ২০১৭

এই প্রথমবারের মতো এশিয়ায় বিলিয়নারি বা ধনকুবেরের সংখ্যা যুক্তরাষ্ট্রের ধনকুবেরের চেয়ে বেশি হয়েছে। অবশ্য সম্পদের পরিমাণে এখনও এগিয়ে যুক্তরাষ্ট্র।

প্রতি তিন সপ্তাহে চীনে নতুন করে একজন ব্যক্তি ধনাঢ্য হন। আর এতেই এই অঞ্চলে ধনকুবেরের সংখ্যায় অন্য সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে চীন।

ইউবিএস ও প্রাইসওয়াটারহাউসকুপারের হিসেবে, এই গতিতে চলতে থাকলে আগামী চার বছরের মধ্যে সম্পদের হিসাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। ১ হাজার ৫৫০ জন ধনকুবেরের উপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

এশিয়াতে বর্তমানে ধনকুবেরের সংখ্যা ৬৩৭ জন। সারা বিশ্বে ধনকুবেরদের যত সম্পত্তি ২০১৬ সালে আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

এই ধনকুবেরদের অন্তত ১০৯ জনের হাতে রয়েছে বিশ্বের বড় বড় স্পোর্টস ক্লাবগুলো। বড় বড় সব স্পোর্টস ক্লাবের মালিক এই ধনকুবেরদের বয়স গড়ে ৬৮ বছর।

সূত্র: টাইসম অব ইন্ডিয়া।

এনএফ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।