গুজরাটে দুই আইএস জঙ্গি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৭ অক্টোবর ২০১৭

সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা। গ্রেফতার হওয়া ওই জঙ্গিদের নাম উবেদ আহমেদ মির্জা এবং মহম্মদ কাশিম। তাদের ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, তিন চার বছর ধরে গুজরাট এবং দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা করছিল ওই দুই যুবক।

তাদের গতিবিধির ওপর নজর রেখেছিল পুলিশ। নিজেদের পরিচয় গোপন করে উবেদ আইনজীবী হিসাবে কাজ করত এবং কাশিম একটি ল্যাবরেটরিতে কর্মরত ছিল।

তাদের সঙ্গে আর কেউ নাশকতার ছক কষছিল কী না সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-এর বি, ১২১-এর এ এবং ১২৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।