ইয়েমেনে বিমান হামলায় হুতি নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৭

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে আরব জোটের বিমান হামলায় ঊর্ধ্বতন এক হুতি বিদ্রোহী নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার চালানো ওই হামলায় হুতি মিলিশিয়ার আরো বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছে।

ইয়েমেনি একটি সেনা সূত্র নিশ্চিত করেছে যে, হুতি নেতা ইব্রাহিম আবদুল্লাহ আল মোয়ায়েদ, হুতি মিলিশিয়াদের সবচেয়ে পরিচিত কমান্ডার আরব জোটের বিমান হামলায় নিহত হয়েছে।

আল মোয়ায়েদ এবং তার সেনাদের লক্ষ্য করে মাজরাক এলাকায় হামলা চালায় আরব জোটের বিমান। হুতি নেতা আবদুল্লাহ আল মোয়ায়েদের ছেলে ছিলেন আল মোয়ায়েদ। মিলিশিয়া সরকার তাকে বেসামরিক সেবার উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। এর আগে ইয়েমেনের জনগণ এবং বৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করে আল মোয়ায়েদের আরো দুই ভাই নিহত হয়। হুতি মিলিশিয়াদের তরফ থেকেও আল মোয়ায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।