রাজস্থানে মুসলিম হত্যায় দোষীদের আড়াল করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ এএম, ২৭ অক্টোবর ২০১৭

চলতি বছরের এপ্রিলে ভারতের রাজস্থানে এক মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হচ্ছে, মৃত্যুর আগে পেহলু খান নামে ওই দুধ ব্যবসায়ী যাদের নাম বলেছিলেন তাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। কয়েকটি মানবাধিকার সংগঠন এ অভিযোগ করেছে।

মৃত্যুর আগে পেহলু খান যাদের নাম বলেছিলেন তাদের মধ্যে কয়েকজন হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকের নাম ছিল।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পুলিশ ওই গণপিটুনির ঘটনা সম্পূর্ণ অন্য দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করছে। পুলিশ অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছে।

মানবাধিকার কর্মী তিস্তা শেতলওয়াড়ের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তদন্তের একেবারে গোড়া থেকেই যে পুলিশ গা-ছাড়া মনোভাব দেখিয়েছে, সেটা আমাদের নিজস্ব তদন্তে উঠে এসেছে। পেহলু খানকে যখন মারা হচ্ছে, সেখানে পুলিশ উপস্থিত থাকার পরও ঘটনার প্রায় ৯ ঘণ্টা পরে এফআইআর লেখা হলো। অথচ এফআইআর লেখার আগে পুলিশ নিজেই হাসপাতালে পেহলু খানের জবানবন্দি রেকর্ড করেছে।’

চলতি বছরের এপ্রিলে গরু কিনে নিয়ে যাওয়ার সময়ে একদল ব্যক্তি পেহলু খানকে গণপিটুনি দেয় রাজস্থানের আলোয়ার জেলায়। আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার দুদিন পর তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরাই ওই গণপিটুনির সঙ্গে যুক্ত ছিলেন।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।