মমতাকে ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৬ অক্টোবর ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের ১১ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডিলিট ডিগ্রি দেয়া হবে। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমাবর্তনে বক্তব্যও রাখবেন মমতা।

সমাজসেবামূলক কর্মকাণ্ড, সাহিত্য ও শিল্পক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের ভিত্তিতে বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয়ার প্রস্তাব পেশ করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সিন্ডিকেটের সদস্য সুবীরেশ ভট্টাচার্য।

রামকৃষ্ণ মিশনের বিএড কলেজের অধ্যক্ষ স্বামী তত্ত্বসরানন্দ তাকে সমর্থন করেন। এর পর সেখানেই বিষয়টি পাস হয়ে যায়। পরে প্রস্তাবটি পাস হয় সেনেটেও।

momota-2

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে মুখ্যমন্ত্রীকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয়ার কথা উঠেছিল। কিন্তু কর্মসমিতির কয়েকজন সদস্য মুখ্যমন্ত্রী-পদে থাকা কোনো ব্যক্তিকে ডিলিট দেয়ার নিয়ম নেই বলে জানান। সে কারণে এ ব্যাপারে যাদবপুর-কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ২০০৭ সালে সিনেট হলে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ‘ডক্টর অব ল’ উপাধি দেয়া হয়েছিল। আনন্দবাজার।

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।