যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুডের পক্ষে
মিশরের নিষিদ্ধ কট্টরপন্থি মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এমনকি বিশ্বসন্ত্রাসের আদর্শিক মদতদাতা হিসেবে দলটির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তাও খারিজ করেছে দেশটি।
মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন মনে করে না। অবশ্যই এটা স্পর্শকাতর বিষয় এবং আপনি অবশ্যই চমকাবেন না যে, আমি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে দ্বিমত পোষণ করছি এবং সম্ভবত আরো কিছু বিষয়েও তার সঙ্গে আমি একমত নই।
সম্প্রতি রিপাবলিকান কংগ্রেসম্যানদের সঙ্গে এক বৈঠক শেষে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি অভিযোগ করেন, ব্রাদারহুড সন্ত্রাসের আদর্শিক উৎস। ওবামা ব্রাদারহুডের স্বার্থে সবকিছু করেছেন।
পররাষ্ট্র বিভাগের সংবাদ সম্মেলনে মিশরীয় এক সাংবাদিক চেনির ওই বক্তব্য এবং সম্প্রতি কাতার থেকে মুসলিম ব্রাদারহুডের সাত নেতাকে বের করে দেওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে এ মন্তব্য করেন হার্ফ।
ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি ২০১২ সালের ৩০ জুন মিশরের পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে কাজ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও ২০১৩ সালের জুনে মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। পরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে মিশর সরকার। বর্তমানে মুরসিসহ দলটির শীর্ষ নেতারা আটক রয়েছে। অনেকেই আবার মামলা দিয়ে বিভিন্ন মেয়াদে কারাদ-দিয়েছেন দেশটির আদালত।