রংপুরে নারী নির্যাতন বিরোধী মিছিল-সমাবেশ


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৫ জুন ২০১৫

নারীর উপর যৌন নির্যাতন এবং শারীরিক-মানসিক হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নারী নির্যাতন বিরোধী একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে যত আলোচিত নারী নিগ্রহের ঘটনা ঘটছে, তার বিচারতো হয়নি উল্টো সরকার বা পুলিশ প্রশাসনের ভূমিকা নারী নির্যাতনকারীদের উৎসাহিত করছে। বিচারহীনতার সংস্কৃতি তার প্রমাণ। আজ দেশে ৩ বছরের শিশু কন্যা থেকে ৬০ বছরের বৃদ্ধা নারী কেউই নিগ্রহ ও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেন না।

বক্তারা আরো বলেন, নারীরা পুরুষের অধঃস্তন এই বোধ পারিবারিক-সামাজিক-সাংস্কৃতিক সকল ক্ষেত্রে কাজ করে। পরিবারও নারীকে সমান মর্যাদা দেয় না। তাই পরিবারে নারীরা নানাভাবে শরীরিক-মানসিক নির্যাতনের শিকার হন। নারীর প্রতি সাম্যের দৃষ্টিভঙ্গি আসেনি যদিও স্লোগানের অর্থে উচ্চারিত হয়। ফলে সমাজের দুর্বল অংশ হিসেবে নারীরা সবসময়ই এই শোষণের শিকার হয়েছেন।

নেতৃবৃন্দ পাড়া-মহল্লায়-শিক্ষা প্রতিষ্ঠানে নারীনিগ্রহ বিরোধী গণ কমিটি করে আদোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহার্দ্রী চক্রবর্ত্তী রিন্টু, ছাত্রফ্রন্ট রংপুর জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা দফতর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা।

সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।