পূর্ব জেরুজালেমে আরো নতুন বসতি গড়ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

ফিলিস্তিনের পার্শ্ববর্তী পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার নতুন করে ১৭৬টি ভবন নির্মাণের এই অনুমোদন দেয়া হয়।

জেরুজালেম পৌরসভার মুখপাত্র বলেন, ভবন নির্মাণের জন্য শহর পরিকল্পনা কমিটি অনুমোদন দিয়েছে। তবে এ সিদ্ধান্তের তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। তাদের দাবি, এ সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক অাইন লঙ্ঘন করেছে ইসরায়েল।

নেভে জিয়ন বসতিতে নতুন ভবন নির্মাণের ফলে সেখানকার বাস্তুসংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হবে। আগে থেকেই ওই বসতিতে ৯১টি ভবন রয়েছে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় এই এলাকা দখলে নেয় ইসরায়েল। তবে ফিলিস্তিনিরা পশ্চিম তীরসহ, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী করতে চায়। ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিনিদের নিন্দার পরও গত সপ্তাহে অধিকৃত পূর্ব তীরে ইহুদি বসতি গড়তে কয়েকশ ভবন নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল।

২০১৪ সালের পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা হয়নি। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে পাঁচ লাখের মতো ইসরায়েলি বসবাস করে। ওই এলাকায় প্রায় ২৬ লাখ ফিলিস্তিনির ঘরবাড়ি রয়েছে।

সূত্র : রয়টার্স।

কেএ/এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।