ম্যান অব দ্য সিরিজ হলেন মুস্তাফিজ


প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৪ জুন ২০১৫

বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের পক্ষে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও ৪৩ রানে ৬ উইকেট নিলে ফের ম্যাচসেরা। আর বুধবার শেষ ওয়ানডেতে সেভাবে সাফল্য না পেলেও ৫৭ রান দিয়ে নেন ২ উইকেট। হ্যাঁ, সাফল্যে ভরা উদীয়মান তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের কথাই বলছি।

অভিষেক সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটাও ওঠেছে তার হাতেই। শুধু তাই নয় তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের ভাগিদারও হন মুস্তাফিজ। এতদিন এককভাবে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রায়ান হ্যারিস ৩ ম্যাচ সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট। মুস্তাফিজও তিন ম্যাচ সিরিজে নিলেন ১৩ উইকেট।

শেষ ওয়ানডের ম্যাচসেরা নির্বাচিত হন ভারতের সুরেশ রায়না। ব্যাট হাতে ২১ বলে করেন ৩৮ রান। আর বোলিংয়ে ৪৫ রান দিয়ে পান ৩ উইকেট।

উল্লেখ্য, বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ধোনি-ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৭ রানে হার মানে টাইগাররা। ৩১৮ রানের টার্গেটে খেলতে নেমে ৪৭ ওভারে ২৪০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।