বাংলাদেশে ভারতের রফতানি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ এএম, ২৪ অক্টোবর ২০১৭

পরপর দুই অর্থবছরে মন্দাভাবের পর চলতি অর্থবছরে (২০১৬-১৭) বাংলাদেশে রফতানি বেড়েছে ভারতের। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এ অর্থবছরে বাংলাদেশ বেশি যন্ত্রপাতি আমদানি করায় ভারতের রফতানি বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে দ্য হিন্দুর প্রতিবেদনে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশে ভারতের রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬.৮ বিলিয়ন মার্কিন ডলার; যা আগের অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বৃদ্ধি। এটিকে রেকর্ড প্রবৃদ্ধি বলা হচ্ছে।

এ ছাড়া মোটি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছেও সর্বকালের সর্বোচ্চ। এর পরিমাণ প্রায় সাড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ভারতের নবম সর্বোচ্চ পণ্য আমদানিকারক দেশ।

তবে বাংলাদেশ ও ভারতের তথ্যে কিছুটা পার্থক্য আছে বলেও উল্লেখ করা হয়েছে দ্য হিন্দুর প্রতিবেদনে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।