চাঁপাইয়ের আম যাচ্ছে লন্ডনে


প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৪ জুন ২০১৫

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম প্রথমবারের মতো বিদেশে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনার মোড় এলাকার বারকুল্লাহ ট্রেডার্স থেকে বুধবার পরীক্ষামূলকভাবে লন্ডনের উদ্দেশ্যে দুই হাজার কেজি আম পাঠানো হয়।

বারকুল্লাহ ট্রেডার্সের মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রামের বাসিরুল ইসলাম জানান, লন্ডনের এথলিক মার্কেট (বাঙালি পরিচালিত) ও ওয়ালমার্ট এ আমের ক্রেতা। ঢাকার ডিপ ইন্টারন্যাশনালের মাধ্যমে বিমানযোগে ১৫০০ কেজি ফজলি ও ৫০০ কেজি ল্যাংড়া আম এ দু’টি প্রতিষ্ঠানে পাঠানো হবে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকযোগে ওই আম ঢাকা পাঠানো হয়।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফ উদ্দীন জানান, লন্ডনে আম পাঠানোর ব্যাপারে আঞ্চলিক উদ্যানতত্ত্ব সার্বিক সহযোগিতা করছে।

তিনি জানান, ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রফতানিযোগ্য ও সম্পূর্ণ কেমিকেলমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও ব্যাপক সাফল্য পাওয়া যাবে ।

আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম স্থানে থাকলেও এখন পর্যন্ত আম রফতানিতে কোন অবস্থান নেই বাংলাদেশের। তাই প্রথমবারের মতো বিদেশে আম পাঠাতে পেরে আনন্দিত এই জেলার আম ব্যবসায়ীরা। তারা আশা করেন, এর ফলে আগামীতে নিয়মিত আম রফতানির পথ সুগম হবে।

এসএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।