নাইজেরিয়ায় ৩ দফা আত্মঘাতী হামলায় নিহত ১৩
নাইজেরিয়ায় তিন দফা আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। রোববার দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে তিন নারী ওই আত্মঘাতী হামলা চালিয়েছেন। খবর এএফপি।
নাম প্রকাশ না করা শর্তে একটি সেনা সূত্র জানিয়েছে, প্রথম হামলার ঘটনা ঘটেছে বোর্নো প্রদেশের রাজধানীতে। এক নারী আত্মঘাতী স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে একটি ছোট রেস্তোঁরার কাছে তার শরীরে থাকা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ করে।
সে সময় রাতের খাবার কিনতে রেস্তোঁরায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। লোকজনের ভিড়ের মধ্যেই ওই হামলা চালানো হয়।
এর কয়েক মিনিট পরেই আরো দুই নারী দুটি আত্মঘাতী হামলা চালায়। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ায় বোকো হারাম সাধারণত এ ধরণের হামলা চালিয়ে থাকে।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং আরো ২৬ লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
টিটিএন/এমএস